আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে ইটভাটা মালিক ও শ্রমিকদের অবস্থান কর্মসূচি , বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সরকারি নির্দেশনায় ইটভাটা বন্ধের প্রতিবাদে গাংনীতে ইটভাটা মালিক ও শ্রমিকরা অবস্থান কর্মসূচি ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ মিছিল করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় ্উপদেষ্টা বন , পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয় বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে । এসময় শ্রমিকরা নানা দাবি যেমন, ভাত দিতে হবে, রুটি দিতে হবে নইলে ভাটা বন্ধ করা চলবে না , চলবে না খচিত প্লাকার্ড ও ফেষ্টুন নিয়ে মিছিল করে। এসময় নারী শ্রমিকরাও অংশ নেয়। শ্রমিকদের দাবি , এক্ষণে ভাটা বন্ধ হলে আমাদের পরিবার নিয়ে বসে বসতে হবে। অন্তত, এই মৌসুমটা শেষ হলে ভাটা বন্ধ করলে ভালো হয়। অন্যদিকে মালিকরা বলছেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (সংশোধন) আইন -২০১৯ এ বর্ণিত আইনে ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্স পেতে জটিলতা নিরসনের জন্য নানা প্রস্তাব উপস্থাপন করেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলার গাংনী উপজেলা পরিষদের শহিদ মিনার চত্বরে র্যালি ও অবস্থান কর্মসূচি শেষে ইউএনও মহোদয়ের মাধ্যমে বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই ভাবে মেহেরপুরের মুজিবনগর ইটভাটা মালিক সমিটির সভাপতি মফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন করে ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।
একই সময়ে গাংনী ইটভাটা মালিক সমিতি ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতির সদস্যরা বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেছেন। এসময় উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হকের সঞ্চালনায় শ্রমিকদের দাবি তুলে ধরে ব্ক্তব্য রাখেন, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্ব্ায়ক ,জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, ইটভাটা মালিক সমিতির সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সাবেক নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, মালিক সমিতির সেক্রেটারী আব্দুল খালেক চঞ্চল, সাবেক সেক্রেটারী মনিরুজ্জামান আতুসহ অনেকেই। এসময় শ্রমিক সদস্যরাও তাদের ক্ষোভের কথা তুলে ধরেন। ইটভাটা মালিক সমিতির নেতারা বলেন, আমরা ইটভাটা মালিকগন ইট সরবরাহ করার কারনে দেশে আজ অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নের ছোঁয়া লেগেছে। ইটভাটা শ্রমিক হিসেবে সারা দেশে প্রায় ১ কোটি পরিবার তথা ৩ কোটি মানুষের রুটি রুজি ব্যবস্থা হচ্ছে।
গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হকের নেতৃত্বে ইটভাটা মালিক সমিতির সদস্যরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন।