চট্টগ্রাম ব্যুরো: অন্তরা হাওয়াইয়ান গিটার শিল্পী গোষ্ঠীর বার্ষিক সাধারণ সভা মোমিন রোডস্থ লুসাই ভবনের অস্থায়ী কার্যালয়ে ২৮ ফেব্রুয়ারী রাতে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সভাপতি ডা. বাবুল সেনগুপ্ত। সাধারণ সম্পাদক আশীষ কুমার বৈদ্যের পরিচালনায় উপস্থিত সদস্য/সদস্যাদের মতামতের ভিত্তিতে ৪১ তম বর্ষপূর্তি উদযাপনে নানা পদক্ষেপ নেয়া হয়। এরমধ্যে আগামী ৯ মে তারিখ ঘোষণা, মহড়া সংক্রান্ত, সংগঠনের মাসিক চাঁদা পরিশোধকরণে আলোচনা হয়।এছাড়া সভায় বর্ষপূর্তি উদযাপনে ইলিয়াস ইলুকে আহ্বায়ক করে ১৫ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অপরাপর সদস্যরা হলেন, অর্থ উপ-পরিষদ দুলাল কান্তি দে, মহড়া উপ-পরিষদ অরূপ তালুকদার, দেবাশীষ দত্ত দেবু, প্রচার উপ-পরিষদ প্রদীপ দাশ পরাগ, শুক্লা আচার্য্য, মঞ্চ সজ্জা উপ-পরিষদ অনিমেষ সাহা, ফারুক বিন্ সাদেক, হল ব্যবস্থাপনা উপ-পরিষদ সুজিত নন্দী, এনামূল হক মজুমদার ও মঞ্জুরুল হক মঞ্জু, আপ্যায়ন উপ -পরিষদ প্রবীর কুমার রক্ষিত,পার্থ প্রতিম দাশগুপ্ত ও কণিকা বৈষ্ণব।