মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রকল্পের আওতায় প্রডিউসার গ্রুপ (পিজি) ভুক্ত ডেইরি খামারিদের মাঝে খড় ও ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়।
মঙ্গলবার উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের আয়োজনে ১৮ টি মেশিন বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, কৃষি অফিসার সাদেকুজ্জামান সরকার, প্রাণিসম্পদ অফিসার মো. ফজলুল করিম এবং প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ অফিসার মো. ফজলুল করিম জানান উপজেলায় ১৮টি মেশিন বিতরণ করা হয়েছে ১৮টি গ্রুপে। প্রত্যেক গ্রুপে ৪০জন করে সদস্য আছে। এ প্রকল্পের মধ্য দিয়ে গ্রামীন জনপদের খামারীদের খড় কাটতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হবে।