আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে প্রায় ৩০০ সিপ্লন্টার গুলি শরীরে নিয়ে কীভাবে পরিবার ও সন্তানদের বেঁচে আছি তা কেউ খোঁজ-খবর নেয় না। প্রায় ৭ মাস হয়ে গেল জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। চিকিৎসা তো দূরের কথা, খেয়ে না খেয়ে যে পরিবার নিয়ে কোনোমতে দিন পার করছি, দেখার কেউ নেই বলে এমনই আক্ষেপ করছিলেন জুলাই বিপ্লবের আন্দোলনে অংশ নেওয়া আহত সিএনজি চালক সুজন (৪৪)।
সুজন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর ছেলে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি ছিলেন তিনিই। ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। পাশাপাশি জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে আহত অবস্থায় বিছানায় পড়ে থাকায় পরিবার নিয়ে খুব কষ্টে আছেন তিনি। ঘরে নিয়মিত চুলা জ¦লে না। আত্মীয়দের সাহায্য-সহযোগিতায় খেয়ে না খেয়ে কোনোমতে দিন পার হচ্ছে তার। অর্থাভাবে চিকিৎসাও হচ্ছে না। তার প্যারালাইসড মায়ের অবস্থা আরও শোচনীয়। তিন সন্তানদের পড়ালেখাও বন্ধের পথে।
সুজন বলেন, জুলাই বিপ্লবের আন্দোলনে অন্যদিনের মতো ৫ আগস্ট সকাল ৯টার দিকে বাড্ডা থানা ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করি। সকাল ১০টার দিকে পুলিশ আমাদের লক্ষ্য করে একতরফা গুলি বর্ষণ শুরু করে। একপর্যায়ে পুলিশের ছোঁড়া ২’শ ৯৬টি সিপ্লন্টার আমার শরীরে লাগে। আমি অচেতন অবস্থায় দেয়ালের পাশে পড়ে থাকি। পরের দিন সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আমার জ্ঞান ফিরে।
তিনি বলেন, আমার শরীরে এখনও প্রায় ৩’শ সিপ্লন্টার রয়েছে। চলাফেরা করতে পারি না। ক্রাচের মাধ্যমে হাঁটলেও ব্যাথা বেড়ে শরীর ফুলে শক্ত হয়। খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছি। কেউ খোঁজ নেয় না। এ অবস্থায় আমার উন্নত চিকিৎসা ও আর্থিক সহযোগিতা দরকার। আর্থিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।
সুজনের স্ত্রী নূপুর বলেন, আমার স্বামী আহত হওয়ার পর থেকে সংসারে কোনো আয় নেই। বর্তমানে আমার শ^শুড় বাড়ি এলাকার খেয়ে না খেয়ে জীবন পার করছি। এমনও দিন যাচ্ছে চুলায় আগুন জ¦লে না। আমার ৩ সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে।
নূপুর আরও বলেন, আমার স্বামীসহ প্যারালাইসড শ^াশুড়ির খাবার-ওষুধও যোগাড় করতে পারছি না। সম্পদ বলতে বাড়ির মাত্র ৩ শতাংশ জায়গা। সেখানে জরাজীর্ণ ১৬ হাতের কাঁচা ঘরে শ^াশুড়ি, আমরা স্বামী-স্ত্রী ও তিন সন্তান নিয়ে খুব করুণ অবস্থায় থাকি। মেরামতের অভাবে ঘরটিও যেকোনো সময় ভেঙে পড়তে পারে। বেঁচে থাকার জন্য সকলের কাছে সাহায্য কামনা করছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এ উপজেলায় একজন নিহত ও তালিকাতে ১৬ জন আহত রয়েছেন। এর বাহিরেও আহত থাকতে পারে। নিহত ও আহতদের পরিবারকে সরকারি ও ব্যক্তিভাবে সহযোগিতা দিয়ে আসছি।
আহতদের মধ্যে অনেকে মানবেতর জীবনযাপন করছে এমন প্রশ্নে তিনি আরও বলেন, সরকারিভাবে এখনও আহতদের কর্মসংস্থানের কোনো নির্দেশ আসেনি। তবে, আহত পরিবারগুলো যাতে কোনো সমস্যায় না পড়ে সে ব্যাপারে প্রশাসন ও সমাজসেবা কাজ করছে।