চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা ও আপত্তি স্বত্তে ও স্থানীয় ভূমি অফিসের পাশেই অবস্থিত শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে চলমান কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করলে ও আইন অমান্য করে কাজ করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন ভূমি অফিসের উত্তর পাশর্^স্থ মিজান মেম্বারের বাড়ীর সলিমা বেগম ( ৫৫) জানান, আদালতে মামলা চলমান থাকা স্বত্তে ও প্রতিপক্ষ আলাউদ্দিন রিপন ও সাইদুল ইসলাম বাড়ীর প্রায় শতবর্ষী পুরোনো পুকুর ভরাট করে সীমানা প্রাচীর নির্মানের কাজ করছেন। উক্ত অভিযোগের ভিত্তিতে মিরসরাই থানাধীন নিজামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আরমান হোসেন মঙ্গলবার ( ৪ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদমান উক্ত পুকুরে পরিবেশ আইন ও আদালত অমান্য করে নির্মান কাজ না করার নির্দেশনা প্রদান করেন। কিন্তু বুধবার ( ৫ মার্চ) উক্ত বাড়ির তানভির হোসেন ও সলিমা বেগম জানায় সকাল থেকে ওরা আবার নির্মান কাজ শুরু করেছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলার সহকারি কমিশনার ভূমি সাইফুল ইসলাম বলেন, বলেন কেউ আমায় লিখিত অভিযোগ দেয়নি তবু ও এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে প্রতিপক্ষ অংশীদার আলাউদ্দিন রিপন ও সাইদুল ইসলাম বলেন, আমাদের কয়েকজন সম্মতি দিয়েছে তাই আমরা কাজ করছি। কিন্তু পরিবেশ আইন ও অন্যান্য অভিযোগ প্রদানকারী অংশীদারগনের নিয়ে কোন সদুত্তর প্রদান করেননি। এই বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুল ইসলাম বলেন, সরকারি বিধি মোতাবেক সরকারি বেসরকারি সব পুকুর ভরাটের একটা নীতিমালা ব্রিটিশ আমল থেকেই আছে। সরকার এ নীতিমালাকে আধুনিকীকরণ করে বর্তমান আইন অনুযায়ী তিন শতক আয়তনের বেশি জলাশয় এই আইনের আওতায় রাখা হয়েছে। এ নীতিমালা অনুসারে সরকারি ও বেসরকারি মালিকানাধীন কোনো পুকুর ইচ্ছা করলেই ভরাট করা যাবে না।