বোদা পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় চারটি লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বোদা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় এসএআর ব্রিকস, এমএমএল, এএবি, বিবি এর পরিবেশের ছাড়পত্র না থাকায় ইটভাটার চুল্লি ভেঙ্গে দিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে দেওয়া হয়।
পরিবেশের ছাড়পত্র না হওয়া পর্যন্ত ইটভাটা চারটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ বলেন, সরকারের নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আজকে চারটি ইটভাটায় আগুন নিভিয়ে দিয়েছি এবং তাদের ইটভাটা বন্ধ রাখতে বলেছি। পরবর্তীতে তারা ইটভাটায় আগুন দিলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের এ অভিযান চলমান থাকবে।