ঢাকাThursday , 6 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অনিয়মের সত্যতা প্রমান পাওয়ায় চেয়ারম্যান হিটলারকে অপসারণ বগুড়া শেরপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবু হাসান

Mahamudul Hasan Babu
March 6, 2025 10:34 am
Link Copied!

বাদশা আলম শেরপুর(বগুড়া)প্রতিনিধি বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ নিয়ে পক্ষে-বিপক্ষের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল অনেকদিন ধরে। ছিলনা নিয়মিত মাসিক মিটিং ও রেজুলেশন। ফলে স্থবির হয়ে পড়েছিল উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আবু হাসান। সে ৮নং ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান-২ এর দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার ০৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগের অফিস আদেশে প্যানেল চেয়ারম্যান-১ নুরনবী মন্ডল হিটলারের স্থলে আবু হাসানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।
জানা যায়, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ মামলাজনিত কারণে পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যান-১ মো. নুরনবী মন্ডল হিটলারকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন ইউপি সদস্যরা। ইউপি সদস্যরা গত ১৪ জানুয়ারী কার্য্যনির্বাহী সভার মাধ্যমে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এরই প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারী ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারণের দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, সমাজসেবা ও শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পরে কমিটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেন।
তদন্তে পূর্বের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরনবী মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের সত্যতা মেলে। এর ফলে গত মঙ্গলবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূরনবী মন্ডল হিটলারকে অপসারণ করে এবং একই সাথে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-২ আবু হাসানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
এ বিষয় ইউনিয়ন পরিষদের প্রাসনিক কর্মকর্তা লিটন কুমার দত্ত বলেন, পরিষদের মাসিক মিটিং ও রেজুলেশন তৈরী নাই। এরফলে ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়ন সহায়তা প্রকল্পে বরাদ্দ অর্থ ফেরত যাওয়ার সম্মুখীন হয়েছে। টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প, প্রতিবন্ধী কার্ড, গর্ভবতী ভাতার কার্যক্রম পরিচালনা করা যায়নি। এমনকি গত ফেব্রুয়ারি মাসে উপজেলাতে গর্ভবতী ভাতার কার্ডে নামে প্রস্তাব দিতে পারিনি। এরফলে নাগরিকরা উন্নয়নমুলক সেবা পেতে অনেকটাই বিঘ্নিত হচ্ছিল। স্থানীয় সরকার বিভাগের এমন আদেশের ফলে এখন থেকে নাগরিক সেবা স্বাভাবিক সহ সকল উন্নয়নমুলক কর্মকান্ডে আর কোন প্রতিবন্ধকা থাকবেনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, সংশ্লিষ্ট ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন ইউপি সদস্যরা। ঘটনাটির তদন্ত সাপেক্ষে অনিয়মের সত্যতা প্রমাণ পাওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাকে অপসারণ করেন এবং প্যানেল চেয়ারম্যান-২ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেয়। এখন থেকে নাগরিকসেবা স্বাভাবিক হবে।