ঢাকাThursday , 6 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে আইজিপি অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে

Mahamudul Hasan Babu
March 6, 2025 1:25 pm
Link Copied!

স্টাফ রি‌পোর্টার: অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ও তাঁদের সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে সগৌরবে ফেরানো ও মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইনপ্রয়োগ’-বিষয়ক একটি কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘৫ আগস্টপরবর্তী সময়ে যাঁরা অপরাধী (পুলিশ), তাঁদের বিচারের আওতায় এনে ও সরিয়ে দিয়ে পুলিশকে আবার সগৌরবে ফিরিয়ে আনা হবে, কর্মক্ষম করে তোলা হবে। পুলিশকে আবার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আমরা চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘দেশে বিভিন্ন জায়গায় দেখা গেছে, পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে। এটা আবেগের বিষয়। হয়তোবা তাদের অতীত স্মৃতি মনে করিয়ে দেয়, যখন পুলিশ অন্যায়ভাবে মানুষের ওপর আক্রমণ করেছে। অন্যায় ও গণবিরোধী আচরণ করেছে। নাগরিক সমাজের প্রতি আমার অনুরোধ, পুলিশকে আপনারা কাছে টেনে নিন এবং তাদের কাজ করতে সহায়তা করুন।’
মানুষ যদি ন্যায়বিচার না পায়, তাহলে জাতি পুলিশকে ক্ষমা করবে না উল্লেখ করে বাহারুল আলম বলেন, ‘জুলাই আন্দোলনে যেসব অন্যায় সংঘটিত হয়েছে, সেসব সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে যদি নিষ্পত্তি করা না হয় এবং মানুষ যদি ন্যায়বিচার না পায়, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। এই প্রয়াস যেন সুসম্পন্ন হয়। এ জন্য এখানে যাঁরা বিচারক, সরকারি কৌঁসুলি, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আপনাদের সবার সম্মিলিত প্রয়াসের দরকার রয়েছে।’
সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় মিলনায়তনে শুরু হওয়া এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কর্মশালায় অংশ নেন বিভাগের আট জেলার বিচারক, পাবলিক প্রসিকিউটর, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনওসহ মাঠপ্রশাসনের কর্মকর্তারা।