ঢাকাThursday , 6 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডা. শাহাদাতের নির্বাচনী গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার-১

Mahamudul Hasan Babu
March 6, 2025 1:34 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় এক আসামি ইব্রাহিম চৌধুরী সাজ্জাদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে মহানগরীর হালিশহরের পানিরকল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, সাজ্জাদ ডা. শাহাদাত হোসেনের প্রচারণায় গাড়ি ভাঙচুরসহ নাশকতার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন। এছাড়া সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে হালিশহর থানায় এবং পাহাড়তলী থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সাজ্জাদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।