আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ে নির্মিত মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গাংনীর সাহারবাটি ইউপির অন্তর্গত সাহারবাটি গ্রামে নির্মিত উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মান কার্যক্রমের সকল শর্ত ও সরকারের প্রস্তাবিত নিয়ম কানুন মেনে নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলীর নিকট থেকে গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রীতম সাহা হস্তান্তর সিটে স্বাক্ষর করেন। এসময় গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির আহবায়ক গাংনী উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান আসাদ, সদস্য আমিরুল ইসলাম অল্ডাম, আজমাইন হোসেন, মাহবুবুর রহমান মাহবুব, আতর আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক সাদ্দাম হোসেন জীবন ও সুলেরী আলভী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, জেলা কমিটির সদস্য সচিব সমন্বয়ক মোজাহিদুল ইসলাম , সাহারবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা , মিনি স্টেডিয়ামের কেয়ার টেকার লিংকন হোসেনসহ স্থানীয় গন্য মান্য অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।