ঢাকাFriday , 7 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে ‘বরিশাল খাল’ উদ্ধারে উপজেলা প্রশাসন 

Mahamudul Hasan Babu
March 7, 2025 4:30 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপর প্রতিনিধি:দখল আর দুষণের কবলে অস্তিত্ব সংকটে হারিয়ে যেতে বসছে মাদারীপুরের বরিশাল খাল। ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি পুনরুদ্ধারের অংশ হিসেবে শুরু হয়েছে, পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম। শুক্রবার সকালে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকা থেকে খাল পুনরুদ্ধারের কাজ শুরু করা হয়।
জানাগেছে,মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকা থেকে সনমান্দী পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, দখল আর দুষণে বন্ধ হয়ে যায় খালের প্রবাহ। ময়লা আর আবর্জনায় বেড়েছে মশা-মাছির উপদ্রব।এতে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু।এছাড়াও খাল পাড়ে রয়েছে অবৈধ স্থাপনা।এরই অংশ হিসেবে  ডাসার উপজেলার আংশিক পুনরুদ্ধারে কাজে নামে উপজেলা প্রশাসন।
খাল পরিস্কার- পরিচ্ছন্নতার কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান,বালিগ্রাম ইউনিয়েনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রমুখ।
এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, জেলা প্রশাসন মাদারীপুরের নির্দেশনায় শুক্রবার সকাল থেকে বরিশাল খাল পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণ করে ডাসার উপজেলা প্রশাসন। পর্যায়ক্রমে খালের কচুরিপানা পরিষ্কার এবং খালের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।