ঢাকাFriday , 7 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

Mahamudul Hasan Babu
March 7, 2025 4:31 pm
Link Copied!

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেচিয়ে তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গত ৬ মার্চ(শুক্রবার) গভীর রাতে শহরের কর্মকারপাড়া সরকার প্যালেসে ওই শিক্ষার্থীর শয়নকক্ষে ঘটেছে। পরদিন (৭মার্চ) সকল সাড়ে ৬টার দিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত তিথি দত্তের পিতা উত্তম কুমার দত্ত ব্র্যাক (এনজিও) শেরপুরের মির্জাপুর শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত। সে কর্মকার পাড়ায় সরকার প্যালেসে ভাড়া বাসায় বসবাস করছিল বলে থানার উপ-পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানিয়েছেন।
থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কোলা নয়াবাড়ী এলাকায় মৃত ভক্তি কুসুম দত্তের ছেলে উত্তম কুমার দত্ত এনজিও(ব্র্যাক)তে চাকুরী করার সুবাধে শেরপুরের কর্মকারপাড়া (সরকার প্যালেস) ভাড়া থাকতেন। ২ মেয়ে নিয়ে স্বামী-স্ত্রী বসবাস করলেও বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে তিথি দত্ত এবার ১ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে দুই দিন আগে বাসায় আসে। গত ৬ মার্চ শুক্রবার মেয়ে তিথি দত্ত সহ সকলে রাতের খাবার খেয়ে যার যার রুমে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত্রী অনুমান পৌণে ২টার দিকে তিথির মা রুপালী দত্ত বাথরুমে যাওয়ার সময় দেখে তার রুমে লাইট জ¦লছে দেখে তাকে ডাক দেয়। কোন সাড়া শব্দ না পেয়ে রুমের বারান্দায় গিয়ে দেখে আমার মেয়ে তিথি দত্ত তার রুমের বারান্দার ভীমের সাথে তার পরনের ওড়না গলায় পেচিয়ে ঝুলতেছে। এ সময় তিথির মা রুপালী চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে মেয়ের গলার ওড়নার প্যাঁচ খুলে নামিয়ে আনেন। এরপর তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার(৭মার্চ) সকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।