আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ অধিকার ,সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ’ এবারের এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপজেলা পর্যায়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়।
আজ শনিবার সকাল পৌণে ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে গাংনী উপজেলা পর্যায়ের নারী সংগঠন তথ্য আপা রিফাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা,গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রখৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাও প্রতিনিধি এস আই আব্দুল গাফ্ফার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, গাংনীর সিনিয়র সাংবাদিক (ইত্তেফাক প্রতিনিধি) আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালি শেষে গাংনী পৌর সভার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপল্েক্ষ নানা কর্মসূচি পালন করা হয়। গাংনী পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদেও নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। পরে বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার প্রদান করেন। এবারের শোভাযাত্রাতে গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
দিবসের আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা তথ্য আপা রিফাত জাহান।
মহিলা বিষয়ক অফিসের বিউটিশিয়ান ট্রেডের প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার মাকছুরা খাতুন, ছাত্রী সমন্বয়ক হ্যাপি,সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ প্রমুখ।
এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নারীনেত্রীবৃন্দ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী , সাংবাদিক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।