ঢাকাSaturday , 8 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ইট ভাটায় ভ্রাম্যামান আদালতের অভিযান

Mahamudul Hasan Babu
March 8, 2025 3:31 pm
Link Copied!

এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥দিনাজপুরের বিরলে ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে ১ টি ইটভাটার ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করতে পানি দিয়ে আগুন নেভানো হয়েছে এবং অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ও বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ বিরলের বিজোড়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মেসার্স এনএসবি ইট ভাটার প্রোপাইটর মোঃ নজিবদ্দীনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনী ২০১৯ এর ১৫ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা এবং পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন। অর্থদন্ড নগদ আদায় সাপেক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের কর্মীরা সাথে সাথে পানি দিয়ে ভাটায় ইট প্রস্তুতের আগুন নেভান। এসময় সঙ্গীয় পুলিশ ফোর্স সার্বিক সহায়তা প্রদান করে।