মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ সারাদেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে রংপুরের পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বিকালে উপজেলার সর্বস্তরের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন লেলিন প্রামানিক, জাকির হোসেন, সাজেদুল ইসলাম, শুভ মিয়া,সিয়াম হাসান,শাওন মিয়া, মোস্তফা মিয়া, মাসুম, জীসান প্রমুখ। এর আগে শিক্ষার্থীরা প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতি দাবি রেখে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ছাত্র জনতা আবার সড়কে নামতে বাধ্য হবে বলে জানান।