আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসদ্বয় পালনে নানা কর্মসূচি গ্রহন করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনার সভার মধ্য নানা কর্মসূচি গৃহিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থাপনায় প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন,
গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা হিসাব রক্ষণ অফিসার , গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ সহঃ প্রকৌশলী আলীমুল রেজা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বামন্দী শাখার ইউনিট প্রধান রাসেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।
এসময় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দ,অফিসের স্টাফ সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,কর্মচারী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।