ঢাকাMonday , 10 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সংগঠনের প্রতিবাদ সমাবেশ

Mahamudul Hasan Babu
March 10, 2025 12:09 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি :সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মাদারীপুর লেকপাড় শহীদ কানন চত্বরে সোমবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। প্রতিবাদ সমাবেশে অংশ নেয় উদীচী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জেলা আইনজীবী সমিতি, উদ্ভাস, গণ শিল্পী সংস্থা, মাত্রা, সপ্তক, জেলা সুফি সাদক ও বিচার গানের শিল্পী সংগঠনের সদস্যরা। সভায় বক্তব্য রাখেন জেলা উদীচী সংসদের সভাপতি ডা. রেজাউল আমিন খোকন, মাত্রা সভাপতি শাহাহদাত হোতেন লিটন, ডা. রুনিয়া বেগম আলো, এ্যাডভোকেট সজল, আলাউদ্দিন এলিন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। কোন শিশু, নারী যাতে ধর্ষণের শীকার না হয় সে জন্য আমাদের প্রত্যেককে আরো সচেতন হতে হবে। মাগুরার ঘটনাসহ সারা দেশের সকল ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সাথে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানাই।