ঢাকাMonday , 10 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
March 10, 2025 12:10 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর জেলা প্রতিনিধি : ‘দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে মেহেরপুরের গাংনীতেও জাতীয় দূুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে । দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
আলোচনা সভার শুরুতেই দুর্যোগ প্রস্তুতির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুনসুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুনসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় , গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা হিসাব রক্ষণ অফিসার ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপ সহঃ প্রকৌশলী আলীমুল রেজা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বামন্দী শাখার ইউনিট প্রধান রাসেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক বৃন্দ। এর আগে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে অগ্নিকান্ড প্রতিরোধে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা সকলের সামনে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড কিভাবে নিভানো হয়। সে ব্যাপারে মহড়া প্রদর্শন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সহ সর্বস্তরের জনতা ও আত্মকর্মী নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।