মো: তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশে অব্যাহত নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবনতি ও বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১০ মার্চ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বীরগঞ্জ সরকারি কলেজের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব ও ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি। মানববন্ধনে অংশ নেন বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আবির, মোবারক হোসেন, মনোয়ার হোসেন, মেহেদী হাসান, হযরত আলী, লিমন, রনি, পিয়াস, আবির, সোহেল, শুভ, হৃদয়।