ঢাকাMonday , 10 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে নারী নিপীড়নের প্রতিবাদে ছাত্রদল ও শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

Mahamudul Hasan Babu
March 10, 2025 12:17 pm
Link Copied!

বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরপুর সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে  সাড়ে ১২ টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর  বাসস্ট্যান্ড এলাকায়  বিক্ষোভ  কর্মসূচি নারী শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে ছাত্রদলের সংগঠক আরমান হোসেনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্র নেতা অন্তর আহমেদ, শাকিল রহমান, মিঠু চৌধুরী, ফরিদুল ইসলাম, শাহাদত হোসেন, বাকির উদ্দিন, রাব্বি হাসান, জামরুল ইসলাম, সৈকত মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি এসব অপরাধকে আরও উৎসাহিত করছে। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হওয়ায় অপরাধীরা বারবার একই অপকর্ম করছে।
তারা আরও বলেন, দেশের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এ সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। বক্তারা দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে অপরাধীদের কঠোর হস্তে দমন করতে হবে এবং ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার কথা বলেন।