ঢাকাMonday , 10 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে ছাত্রদলের মানববন্ধন

Mahamudul Hasan Babu
March 10, 2025 1:24 pm
Link Copied!

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্থা এবং আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১ টায় সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের মূল ফটকের সড়কে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার ব্যানারে এ মানব বন্ধনে শতাধিক কলেজ শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময়ে মানব বন্ধন থেকে বক্তৃতা করেন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম অনি। সিরাজউদ্দিন মেমোরিয়াল ছাত্রদলের কলেজ শাখার সাবেক আহবায়ক সাদাত শুভ, যুগ্ম আহবায়ক রাহাতুল ইসলাম রোমিও, শিক্ষার্থী সাইমুন রাসেল, আব্দুল্লাহ আল নাইম, এনামুল ইসলাম, ইসরাত জাহান, সেতু. এরিন, শাহানাজ, আশামনি, মুশফিক জাবিদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধসহ শিশু ও নারী ধর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবী জানান প্রশাসনের প্রতি। একই সাথে এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন মানববন্ধন থেকে বক্তারা।