মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে খালাশপীর এলাকায় নজরুল ইসলামের একটি ইটভাটায় অভিযান চালাতে গিয়ে ভাটার লোকজনের আক্রমনে ২ পুলিশ আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় পুনরায় অভিযান চালিয়ে ওই ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়,গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম খালাশপীর এলাকায় জনৈক নজরুলের ইটভাটায় অভিযান চালান। এ সময় ইটভাটার শ্রমিক কর্মচারিরা অভিযানকারীদের উপর হামলে পড়ে। এতে ২ পলিশ আহত হয়। হামলাকারীরা অভিযানে ব্যবহৃত একটি ভেকু ভাংচুর করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় অভিযান চালিয়ে ইটভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সকল ইটভাটার লাইসেন্স নেই অথবা যারা খরি পোড়াচ্ছে এখনো এ রকম অবৈধ ইটভাটা গুলো আর থাকবে না। আমরা ইতোমধ্যে চারটি ইতভাটা গুড়িয়ে দিয়েছি আজকে একটা গুড়িয়ে দেওয়া হলো। আগামীতেও এ রকম অভিযান চলমান থাকবে।
অভিযানে বাঁধা প্রদান ও পুলিশ সদস্য আহতদের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা আজকে পুলিশ সদস্য আহত ও বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের নিয়মিত মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য,এর আগে উপজেলার আরও ৪ টি ইটভাাটা ভেঙ্গে দেয়া হয়েছে। অবশ্য উপজেলার ১৫ টি ইউনিয়নে এ ধরনের আরও ২৭ টি অবৈধ ইটভাটা রয়েছে।