ঢাকাTuesday , 11 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইট ভাটায় মোবাইল কোট পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Mahamudul Hasan Babu
March 11, 2025 9:48 am
Link Copied!

মোঃ মেহেদী হাসান নাজিম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন, ইট ভাটা মালিক সমিতির সভাপতি সফিউল্লাহ সুফি, কোষাধ্যক্ষ মনো, সদস্য সম্রাট, রাজিউল ইসলাম, আহনাফ শাফিউল বারী, আনোয়ারসহ ভাটার মালিক ও শ্রমিকরা। সমাবেশে বক্তারা বলেন, ইটভাটায় কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে আসতেছি। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ এবং ধারদেনা করেছি। এসময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা। ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাঙচুর বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তরা। সমাবেশ শেষে জেলা প্রশাসক সাবেত আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে ইটভাটা মালিক সমিতির নেতারা।