মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: মাগুড়ায় ৮ বছরের শিশু সহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলার সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার ( ১১ মার্চ) সকালে “রুখতে ধর্ষন, শুরু হোক গর্জন” শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন সম্বলিত নানা প্রকার লিফলেট নিয়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে শিক্ষার্থীরা ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন করে। দশম শ্রেণীর শিক্ষার্থী আমির হোসেন সুইট, শামীম আলম, আইয়ান আলী, স্বপন ইসলাম, মুসফিকা রেজা, খাদিজা আক্তার, সাদিয়া আক্তার, বৃষ্টি ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া জান্নাত প্রমুখ বক্তব্য রাখেন। আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শাহাজাহান গৃহীত কর্মসূচীতে উপস্থিত থেকে সহযোগিতা করেন। বক্তারা ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মাগুড়াসহ সারাদেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠবে। তাদের এমন শাস্তি দিতে হবে যাতে অন্যরা সতর্ক হয়ে যায়। ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তাই অবিলম্বে নারী, কন্যা শিশু ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান তারা।