এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিরল পশ্চিম পাড়া মহল্লার মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান ও সঞ্চালনার করেন সাধারণ সম্পাদক জহরুল ইসলাম আম্বলিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ মোজাহারুল ইসলাম ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আ ন ম বজলুর রশিদ কালু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার), উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ সভাপতি ইস্কান্দার হাসান, ওয়াহেদ আলী, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল মামুন রশিদ রাজু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বেনজির আলী বাবু, ১০ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক খাইরুল আলম মিলন, ২ নং ফারক্কাবাদ যুবদলের সভাপতি রুবেল রানা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও মাসুদ পারভেজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি একরামুল হক চুন্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এবং তাঁতী দলের নেতা মাসুদ কবির, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন পাইকপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জহরুল ইসলাম। ইফতার মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং সকলে একইসাথে ইফতারে শরীক হোন।