ঢাকাTuesday , 11 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

Mahamudul Hasan Babu
March 11, 2025 10:24 am
Link Copied!

এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল (৩০) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টায় উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামের হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
উক্ত ইমাম মাওলানা মোঃ বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেওয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এসময় মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।