ঢাকাTuesday , 11 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৯ বছর পর জামিনে মুক্ত এরপর আবার গুম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Mahamudul Hasan Babu
March 11, 2025 11:31 am
Link Copied!

জাহিদ হাসান, মাাদারীপুর প্রতিনিধি :মাদারীপুরে দীর্ঘ ৯ বছর ফ্যাসিষ্ট সরকারের নির্যাতনের শিকার কারাবন্দী ছিলেন হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল। তবে সোমবার জামিনে মুক্ত হওয়ার পর কালো রংয়ের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকার গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্যে, খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো. মহসিন জানান, ১৬ বছরের যুবক হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ দীর্ঘ ৯ বছর মিথ্যা মামালায় কারাগরে ছিলেন। উচ্চ আদালত তাকে জামিন দেয়ার আদেশ দেয়। গত ১০ মার্চ সোমাবার বিকেলে কাশিমপুর ১নং কারাগার থেকে বের হলে গেট থেকে তাকে কালো রংয়ের গাড়ীতে তুলে নিয়ে যায় পুলিশের বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যা চরম অমানবিক ও ঘৃনিত এবং নির্মম বর্বরতা। এই বর্বরতার দ্রুত অবসান চান এবং হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান। হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিলকে দ্রুত মুক্তি দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে মাদারীপুরসহ সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদেও সাধারণ সম্পাদক মাওলানা মো. জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান, খালেদ সাইফুল্লাহর মামা প্রফেসর কাজী মো. মহসিনসহ পরিবারের অন্য সদস্যরা।
উল্লেখ্য, খালেদ সাইফুল্লাহর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলসা গ্রামে। তার বাবা মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের প্রাক্তন গণিত বিভাগের প্রধান মৃত কাজী বেলায়েত হোসেন। কাজী বেলায়েতের তিন ছেলের মধ্যে খালেদ বড়। তিনি শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ছিলেন।