ঢাকাWednesday , 12 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

Mahamudul Hasan Babu
March 12, 2025 10:31 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ূন কবীর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ শাহরিয়ার নজির। স্বাগত বক্তব্যে ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, জাতীয় পুষ্টি সেবা প্রকল্পের বাস্তবায়নে এবং আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়নে ১৪৫টি কেন্দ্রে বিরতিহীন ভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ১৮৫০ জন শিশুকে “নীল” রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১৬,৪২২ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আটোয়ারী উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।