ঢাকাWednesday , 12 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ট্রিপল মার্ডারের প্রধান আসামীসহ ২ জন আটক

Mahamudul Hasan Babu
March 12, 2025 10:31 am
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে দুই ভাইসহ তিন জনকে হত্যা মামলার প্রধান আসামী নিহতদের চাচাতো ভাই মো. হোসেন সরদারকে আটক হয়েছে র‌্যাব। র‌্যাব অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার কাঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তাকে আটক করে।
র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে র‌্যাব-৮ ও র‌্যাব-৪ যৌথভাবে ঢাকার আশুলিয়ায় অভিযান চালায়। সেসময় কাঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামী মো. হোসেন সরদারকে (৬০) আটক করে। অন্যদিকে মাদারীপুর র‌্যাব ক্যাম্পের একটি দল একই রাতে শরীয়তপুরের পালং থানার আরিগাও এলাকা থেকে এই মামলার অপর আসামী সুমন সরদার (৩৩) কে আটক করেছে।
র‌্যাব জানায়, চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলা টেলিভিশন ও পত্রিকার প্রচারিত হলে র‌্যাব-৮ এর নজরে আসে। র‌্যাব-৮ আসামীদের ধরার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। এই মামলার আসামীরা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পরেছে। গোয়েদ্ধা তথ্য ও আধুনিক তথ্য প্রযুুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করে র‌্যাব-৪ এর সহযোগীতায় প্রধান আসামী মো. হোসেন সরদারকে আটক করতে সক্ষম হয়। একইভাবে শরীয়তপুরে অভিযান চালিয়ে অন্যতম এজাহার ভূক্ত অপর আসামী সুমন সরদারকে আটক করা হয়েছে।
আটক হোসেন সরদার নিহত সাইফুল ও আতাউরের চাচা মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরের মৃত আছমত আলী সরদারের ছেলে। সদর উপজেলার বাবনা তলা এলাকার হাছেন সরদারের ছেলে আটক অপর আসামী সুমন সরদার।