আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেলের ধাক্কায় ফাজিল মল্লিক (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে আমঝুপি বিএডিসি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাজিল হোসেন আমঝুপি দক্ষিণপাড়ার মৃত ইজু মল্লিকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল চালক শ্রাবণ (২০) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর মল্লিকপাড়ার ছেলে শ্রাবণ মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। অপরদিকে ইজু মল্লিক মাঠের কাজ সেরে বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক পার হচ্চিলেন। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনেই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান কৃষক ইজু মল্লিক। দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌছে আহত শ্রাবণকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, নিহত কৃষকের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা বাড়ি নিয়ে যায়।