ঢাকাWednesday , 12 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ ৬ লক্ষ টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
March 12, 2025 1:08 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এসব ভাটার মালিকদের ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট প্রস্তুত ও বিক্রি করে আসছিল ওই ইটভাটাগুলো। এছাড়া কাঠ ব্যবহার করে ইট পোড়ানোয় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’-এর ৪(১) ধারা লঙ্ঘিত হয়েছে।

অভিযানে কসবা ভাটপাড়া গ্রামের রিপন ব্রিকস, কসবা গ্রামের হিরা ব্রিকস এবং মহিষাখোলা গ্রামের দু-স্টার ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে  মেহেরপুরে পরিবেশ দূষণকারীসহ বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটা মালিকে দুটি ইট ভাটায় টাস্কফোর্সের অভিযানে ৯ লক্ষ টাকা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের সার্কিট হাউজের পাশে এবং সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ অভিযোগ চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে মেহেরপুর শহরের সার্কিট হাউজের পাশে জহুরুল ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার বৈধ কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অনিয়মের কারণে ভাটা মালিক জহুরুল ইসলাম নিকট থেকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৪ ধারায় ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর এসবিআর ব্রিকসে একই অভিযান চালিয়ে একই ধারায় ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। টাস্কফোর্স এর অভিযানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভুমি) গাজী মূয়ীদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর ওয়ারেন্ট অফিসার জামান সহ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।