ঢাকাWednesday , 12 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় জমি নিয়ে বিরোধের জেরে দোকানপাট ভাংচুর

Mahamudul Hasan Babu
March 12, 2025 5:09 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকালে উপজেলার পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা বাজারে ঘটনাটি ঘটে।
জানা যায়, ৫ বছর পূর্বে মকলেছার পিতা মকছেদ আলীর নিকট হইতে ৮ শতক জমি আব্দুল আজিজ সনু ক্রয় করার পর থেকেই দীর্ঘদিন যাবত মকলেছার ভাইদের সাথে বিরোধ চলে আসছিল। গত ২ মাস পূর্বে স্থানীয়ভবে ৮ শতক জমি আব্দুল আজিজের নিকট দখল ছেড়ে দিলে আব্দুল আজিজ সনু সেখানে দোকান ঘর ও গোডাউন নির্মান করে। বুধবার বিকালে মকছেদ আলীর ভাই আবু বক্কর, নুর আমিন, শুকুর সহ কয়েকজন ব্যক্তি হামলা চালিয়ে দোকান ঘর ও গোডাউনের টিনের বেড়া ও চালা ভেঙ্গে ফেলে ও দোকানের হামলা চালিয়ে মালামাল ভাংচুর করে।
জমি ক্রেতা আব্দুল আজিজ সনু জানান, আমি ক্রয়কৃত জমিতে দোকান ও গোডাউন নির্মাণ করি। আবু বক্কর, নুর আমিন, শুকুর পিত ামকছেদ আলী এবং মাসুদ ও রাজীব পিতা বক্কর সহ তাদের বাড়ীর লোকজান দা ও বসিলা নিয়ে এসে দোকান ও গোডাউন ভাংচুর করে। এত করে আমার প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়। আমি জমি তাদের ভাই মকছেদ আলীর নিকট হইতে খরিদ করি দলিলে তাহার ভাই বক্কর সনাক্তকারী ছিলেন। তাদের বিরোধ থাকলে ভাইয়ের মধ্যে মিংমাংসা করা উচিত ছিলে কিন্তু আমর সাথে শত্রুতার বশত হামলা চালিয়েছে দোকান ও গোডাউন ভাংচুর করে মালামাল নষ্ট করে।
এ বিষেয় জমি বিক্রেতা মকছেদ আলী জানান, আমি আমার পৈত্রিক জমি থেকে ২ দাগে ৮ শতক জমি আব্দুল আজিজ সনুর নিকট বিক্রয় করি। আমার ভাই ও ভাতিজারা আজ এসে দোকান ঘর ও গোডাউন ঘর ভাংচুর করেছে।
স্থানীয় ইউপি সদস্য আলম ইসলাম বলেন, আমি ভাংচুর করার সময় উপস্থিত ছিলাম না। তবে এখানে এসে দেখতে পারি দোকান ও গোডাউন ঘর ভাংচুর করে মালামাল নষ্ট করা হয়েছে। তাদের আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আমরা এর পূর্বে বিষয়টি মিমাংসা করে দেই। এর মধ্যেই তারা আজ হামলা চালিয়ে ভাংচুর করে বলে জেনেছি।