জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাগুরার শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মাদারীপুর জেলা মহিলা দল। সোমবার (১৭ মার্চ) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
এসময় আছিয়া হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দেন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া। ইতিমধ্যে আছিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা সারাদেশে ব্যাপক আলোচিত হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনের আওতায় এনে অপরাধীদের জনগণের মাঝে প্রকাশ্যে শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।
এসময় মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার বলেন, তৃতীয় শ্রেণীর ছাত্রী বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেড়াতে গিয়ে বোনের স্বামী, শ^শুর ও দেবরের ধর্ষনের স্বীকার হয়। এই লজ্জা শুধু আছিয়ার না, এই লজ্জা সারা বাংলাদেশের। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং অবিলম্বে ধর্ষকের ফাঁসি কার্যকর চাই। তিনি আরো বলেন, সরকার কিসের সংস্কার করছেন? সবার আগে নারী ধর্ষণের সংস্কার করুন, নারী নির্যাতন, নারী ধর্ষণে যে আইন আছে ওই আইনের সংস্কার করুন।
সমাবেশে মাদারীপুর মহিলা দলের সভাপতি তানিয়া সুলনাতা লাইজু বলেন, আমরা মহিলারা নিরাপদ না, আপনারা আমাদের বোনের দৃষ্টিতে, মায়ের দৃষ্টিতে ও স্ত্রীর দৃষ্টিতে দেখবেন। তাহলে আর আমরা ধর্ষিত হবো না। আমরা ধর্ষণ চাই না, আমরা চাই নিরাপদ। নিরাপদ ভাবে যেন আমাদের মেয়েদের নিরাপদে রাখতে পারি।
সমাবেশে উপস্থিত ছিলেন, মহিলা দলের সহ সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন আক্তার মনি, বুলি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, সৈয়দা তাহমিনা, তাহমিনা খান, সহ সাধারণ সম্পাদক সালমা আক্তার, আইন বিষয়ক সম্পাদক নাসরিন তালুকদার, সদস্য সোনিয়া আলম সহ অন্যরা।
উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরায় আট বছরের শিশু আছিয়া বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। সবশেষে অবস্থার চরম অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকালে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই দিনই হেলিকপ্টারে করে তার মরদেহ শ্রীপুরের জারিয়া নিজ গ্রামে নেওয়া হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ধর্ষণের ঘটনায় শিশুটির মা আয়েশা খাতুন বাদী হয়ে চারজনের নামে মামলা করেন। এই ঘটনায় শিশুটির বোন জামাই সজিব (১৮), সজীবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।