একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি :বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য, পঞ্চগড়ের জেলা আমীর, তেতুঁলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন এর বাবা মাওলানা মফিজ উদ্দীন ২৮ সেপ্টেম্বর রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
মৃত্যুর পূর্ব পর্যন্ত মাওলানা মফিজ উদ্দীন কালান্দিগঞ্জ ফাজিল মাদরাসার সভাপতিসহ বিভিন্ন মসজিদ মাদরাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অত্যন্ত ন্যায় ও সততার সাথে জীবন অতিবাহিত করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল মানুষ ছিলেন। তিনি তার সব সন্তানদেরকে সৎ ও আদর্শবান মানুষ হিসেবে তৈরি করেছেন।
মরহুমের রুহের মাগফেরাত ও দোয়া করে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মশলিসে শুরা সদস্য ঠাকুরগাও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, রংপুর দিনাজপুর অঞ্চলের টীম সদস্য, কেন্দ্রীয় শুরা সদস্য নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুর রশিদ, তেতুঁলিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, ছাত্র শিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান, সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তোফায়েল হোসেন, পঞ্চগড় জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন কালান্দিগঞ্জ ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওসমান গনি, তেতুঁলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান বক্তব্য দেন।
মফিজ উদ্দীনের নামাজে জানাজায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার কয়েক হাজার মুসুল্লি অংশ নেয়। মফিজ উদ্দীন মৃত্যুকালে ৬ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাজা নামাজ কালান্দিগঞ্জ ফাজিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।