আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল:টাঙ্গাইলের ভূঞাপুরে এক টাইলস ও সেনেটারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আয়রা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে ভূঞাপুর-এলেঙ্গা সড়কের ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দী এলাকায় ওই দোকানে এই চুরি ঘটনা ঘটে।
আয়রা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। শনিবার সকালে দোকানে এসে দেখতে পান পেছনের স্টীলের দরজা কাটা ও টেবিলের আসবাবপত্র এলোমেলো। পরে দেখেন দেড় লাখ টাকার ল্যাপটপ, ক্যাশে থাকা ৬৫ হাজার টাকা, ৪০ হাজার টাকা দামের মোবাইলসহ দোকানের ৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
তিনি আরও জানান, পরে ভূঞাপুর থানা পুলিশকে অবগত করলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এই চুরির ঘটনায় সবমিলিয়ে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা লুট করা হয়েছে বলে তার দাবি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত চলছে।