ঢাকাFriday , 21 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি তা-ব ও গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলিম নির্যাতন ও মসজিদ ভাঙ্গার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
March 21, 2025 12:11 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও নির্মম গণহত্যা এবং ভারতের নাগপুরে মুসলমানদের উপরে হামলা, নির্মম নির্যাতন, বুলডোজার দিয়ে মসজিদ ও বাড়িঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর জেলা শহরের বিভিন্ন মসজিদের মুসল্লীরা শহরের মসজিদ পাড়া ও জালাসী এলাকায় জড়ো হন। পরে এঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ঈমান আক্বীদা রক্ষা কমিটি সহ বেশ কয়েকটি ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ করে। বিক্ষোভ মিছিলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ইসরাইলের গালে গালে জুলা মারো তালে তালে, ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই সহ নানা শ্লোগান দেয়া হয়। পরে চৌরঙ্গী মোড়ে পৃথকভাবে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর শাখার সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সভাপতি জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বর্বর ইহুদি রাস্ট্র ইসরাইল ছোট্ট শিশু থেকে বয়স্ক মানুষ সবাইকে নির্মমভাবে হত্যা করছে। গত কয়েকদিনে সহ¯্রাধিক নিরীহ ফিলিস্তিনিকে গণহত্যা করা হয়েছে। বিশ্ব মুসলিমকে জেগে উঠতে হবে। চুপ থাকার সময় শেষ। অচিরেই আল্লাহর জমিনে ফিলিস্তিনের স্বাধীন পতাকা উড়বে।
এদিকে ভারতের নাগপুরে মুসলমানদের উপর হামলা, জুলম-নির্যাতন, বুলডোজার দিয়ে মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে। এছাড়া মুসলমানদের বাড়িঘরে হামলা করে ভেঙ্গে ফেলা হচ্ছে। মুসলমানের আজ সেখানে অসহায়। অথচ ভারতের কসাই নরেন্দ্র মোদী আজ চুপ হয়ে আছে। আর যদি কোন মুসলমানের উপরে হামলা করা হয় তাহলে বাংলাদেশের পঞ্চগড়ের মুসলমানেরা চুপ থাকবেনা। প্রয়োজনে জিহাদের ডাক এলে সব মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয় পড়তে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ সহ¯্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।