ঢাকাSaturday , 22 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

Mahamudul Hasan Babu
March 22, 2025 3:36 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেছেন জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই চট্টগ্রাম’। শনিবার দুপুরে নগরীর জামালখানে প্রেসক্লাবের সামনে তারা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরাও বিক্ষোভে যোগ দেন।এ সময় তারা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, বিচার চাই বিচার চাই, খুনি আওয়ামী লীগের বিচার চাই’- এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।পরে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভে উপস্থিত আহত শিক্ষার্থী আবদুল্লাহ আল শাহেদ বলেন, আমরা যারা জুলাইয়ের আহত এবং যারা শহিদ পরিবার আছে, আমরা চাই খুনি আওয়ামী লীগ সরকার আর যেন কোনোদিন ফেরত না আসে এবং ওদের দলটাও যেন বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। ১৯৭১ সালের পর পাকিস্তানের কোনো অস্তিত্ব যেমন বাংলাদেশে থাকার সুযোগ নেই, তেমনি ২০২৪ সালের পর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকার সুযোগ নেই।
আহত আরেক শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস গণি বলেন, জুলাই আন্দোলনে আমাদের দুই হাজার ভাইকে শহিদ করা হয়েছে। ত্রিশ হাজার ভাই পঙ্গুত্ব বরণ করেছেন। এরপরও যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে আমার দুই হাজার শহিদ ভাইকে ফিরিয়ে দিতে হবে, ত্রিশ হাজার ভাইকে আগের মতো সুস্থ করে দিতে হবে।