Thu. Nov 21st, 2024

সোহাগের পরিবারের খোঁজ নিলেন জেলা প্রশাসক

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত সোহাগের পরিবারের খোঁজ নিলেন রংপুরের নতুন জেলা প্রশাসক রবিউল ফয়সাল।
তিনি আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামে এসে সোহাগের মা-বাবার সাথে দেখা করে কুশল বিনিময় করেন। এরপর তিনি সোহাগের কবর জিয়ারত করেন।
জেলা প্রশাসকের উপস্থিতিতে কান্নায় ভেঙ্গে পড়েন সোহাগের মা সালমা বেগম ও বাবা রেজাউল মিয়া। শোকার্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন জেলা প্রশাসক। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসকের সাথে ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, সহকারী কমিশনার(ভূমি) ত্বকী ফয়সাল তালুকদার,পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক ও ইউপি চেয়ারম্যান মেছবাহুর রহমান।
উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলন চলাকালে মায়ের ঔষধ আনতে গিয়ে গত ১৯ জুলাই ঢাকার উত্তর বাড্ডার বাঁশখালী পুলিশ ফাঁড়ির সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পীরগঞ্জের প্রতিবন্ধী সোহাগ।

Related Post

Leave a Reply