মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় মাদক,জুয়া,চাঁদাবাজি, সন্ত্রাসী ও নাশকতা, চোরাচালান, বিদ্যুৎ বিভাগের সমস্যা সহ আইন-শৃঙ্খলা বিষয়ে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনুণা কান্ত রায়, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, পল্লী বিদ্যুৎ আটোয়ারী সাবজোন অফিসের এজিএম তারিকুল ইসলাম, আটোয়ারী থানার এসআই মোঃ সম্রাট খাঁন, বিজিবি বর্ষালুপাড়া বিওপি’র কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোঃ জসিম উদ্দীন, গিরাগাঁও বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ফিরোজ , মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম(কচি), বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের (দুলাল), আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী,আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, অন্যান্য উপজেলার চেয়ে আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিকি অনেক ভালো। উপজেলার সর্বক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভবিক রাখতে সবার আন্তরিকতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার। পল্লী বিদ্যুতের এজিএম জানান, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক ঘাটতি থাকার কারণে বিরতিহীন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। সাময়ীক সমস্যার কারণে তিনি সবাইকে ধৈর্য্য ধারণ করার অনরোধ জানান।