আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিল সমাবেশ চলাকালীন দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করার মামলায় সুইট ও আশিকুর রহমান নামের ছাত্রলীগ ২ কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার দিবাগত রাত্রে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এবং মুজিবনগরের দারিয়াপুর গ্রাম থেকে সুইট ও আশিকুর রহমানকে আটক করে। আটক সুইট মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মুকুল হোসেনের ছেলে এবং আশিকুর রহমান দারিয়াপুর গ্রামের আবু বক্কর ছেলে।
জানাযায় গত ৫ আগস্ট বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে চলাকালীন সময় উল্লেখিত আসামিসহ ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় গত ২৮শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনাল আদালতে ওই মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। ওই মামলায় মেহেরপুরের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান তাদের আটক করে। আটককৃতদের মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।