ঢাকাTuesday , 1 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় সেনাবাহিনী ও পুলিশের চেকপোষ্ট কার্যক্রম

Mahamudul Hasan Babu
April 1, 2025 4:01 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :   পঞ্চগড়ের বোদায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে  ও ঈদের ২য় দিনে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশের  চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ ১ এপ্রিল ঈদের ২য় দিনে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বোদা এশিয়ান হাইওয়ে ও পঞ্চগড় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল আরোহী এবং প্রাইভেট কার তল্লাসি কার্যক্রম পরিচালনা করে।

বোদা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ চৌধুরী ও বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও বোদা হাইওয়ে পুলিশের একটি দল চেকপোষ্টে তল্লাসী ও সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে বোদায় সাধারণ জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা ও পুলিশ বাহিনী যৌথভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ‘যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি সহ নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে।

এ সময় চেকপোষ্টের মাধ্যমে, লাইসেন্স ও হেলমেট বিহীন মোটর সাইকেল ও মাইক্রোবাসে একাধিক আরোহী থাকায় তাদেরকে সর্তক করা হয়। বাস, প্রাইভেটকার  ও মাইক্রোবাসে তল্লাসী সহ  সন্দেহভাজন ব্যাক্তিদের তল্লাসী করা হয়।