ঢাকাSaturday , 5 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ২ পরিবহনে জরিমানা

Mahamudul Hasan Babu
April 5, 2025 4:33 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। কয়েকটি বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় প্রামানিত হওয়ায় এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৪ এর ৩ ও ৪ ধারা মোতাবেক আটোয়ারী উপজেলার হানিফ কাউন্টারে ১০ হাজার ও শাহ আলী পরিবহনের কাউন্টারে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

আটোয়ারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ ও বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ এর নেতৃত্বে শনিবাার (৫ এপ্রিল) সন্ধ্যায় পরিচালিত অভিযানে যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আটোয়ারী উপজেলার বোদা পৌর সদরের সাতখামার ও আটোয়ারী বাজারের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয় এবং জরিমানা আরোপ সহ অতিরিক্ত আদায়কৃত বাসের ভাড়া যাত্রীদের নিকট ফেরত প্রদান করা হয়। এসময় সেনাবাহিনীর একটি দল ও আটোয়ারী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ জানান, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা অপরাধ। অতিরিক্ত ভাড়া আদায় রোধ সহ যাত্রীদের ভোগান্তি কমাতে অভিযান চালানো। হয়েছে। ঈদের ফিরতি যাত্রা শেষ না হওয়া পর্যন্ত তদারকি করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ বলেন, ঈদের ছুটি শেষে যানবাহনগুলোতে যাত্রীদের চাপ তৈরী হওয়ায় কাউন্টারে নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যাত্রীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে এবং যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠ যাত্রীসেবা প্রদানের জন্য আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় অতিরিক্ত আদায়কৃত ভাড়া ফেরত পাওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্থি ফিরে এসছে। অনেক যাত্রী জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসন এ ধরনের অভিযান পরিচালনার কারণে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হচ্ছে এবং আমরা যাত্রীরা সঠিক ভাড়া প্রদান সহ হয়রানী মুক্ত হয়ে নিরাপদে যাত্রা করতে পারছি।