আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ তারুণ্যের অংশগ্রহন , খেলাধূলার মানোন্নয়ন ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষের কাছে এসে শেষ হয়। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক প্রীতম সাহা। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোত্তালিব আলী , গাংনী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই আবুল কালাম আজাদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ক্রীড়া বলতে শুধু খেলাধূলা বোঝায় না। ক্রীড়া তারুণ্যেও প্রতীক। তরুণ প্রজন্মকে সকল ক্ষেত্রে কাজে কর্মে অনুপ্রেরণা দিয়ে থাকে। ক্রীড়া জগতে তরুণদের আত্মকর্মী, উদ্যোক্তা,মনোবল, সম্প্রীতির বন্ধন , বন্ধুত্ব ও সংগঠক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। তিনি বাংলাদেশে বিভিন্ন ক্রীড়াঙ্গনের ক্রীড়াবিদদের নাম ও সাফল্য তুলে ধরেন। গাংনীতে ক্রীড়া সংগঠকদের ভূয়শী প্রশংসা করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষা শিক্ষকদের আরও আন্তরিক হতে এবং নতুন প্রজন্ম শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আরও বেশী বেশী খেলাধূলা চর্চায় মনোবিবেশ করার আহবান জানান।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিআরডিবি অফিসার কামরুল হাসান, গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনর রহমান, গাংনী সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন প্রমুখ।
আলোচনার শুরুতেই দিবসের তাৎপর্য ও ভূমিকা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও ব্ক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, মোয়াজ্জেম জিমন্যাষ্টিক ক্লাবের পরিচালক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের গোল্ড ম্যাডেলিষ্ট হাসানুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বাফুফের মনোনীত রেফারী মাহবুবুর রহমান মাহবুব , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদ্দাম হোসেন জীবন প্রমুখ।