পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদেরকে কলম-স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দিয়েছে ছাত্রদল।
সোমবার দুপুরে উপজেলার বোদা সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বালাভীর উচ্চ বিদ্যালয় মাঠে এই শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বোদা সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান হিমেল, সদস্য সচিব নাজমুল হক মিঠু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক তোহিনুর প্রমুখ।
মশিউর রহমান হিমেল বলেন, আমরা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের পক্ষ থেকে বোদা সদর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে আমরা ইউনিয়ন ছাত্রদল শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করেছি।