ঢাকাMonday , 7 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি  বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ মানববন্ধন

Mahamudul Hasan Babu
April 7, 2025 7:18 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি  :ফিলিস্তিনের গাজায় ইসরাইলি  বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে মেহেরপুর পৌরসভার সামনে এই মানববন্ধন করেন মেহেরপুরের সচেতন মহল।

মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ মেহেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান প্ল্যাকার্ডে ইসরাইলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

বক্তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। এসময় ইসরাইলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বান করেন তারা।

মানববন্ধনে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহবান জানানো হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন রোকন, খন্দকার, সুরুজ ফয়সাল, জাহিদ , রাহিদুজ্জামান,আসিফ খন্দকার প্রমুখ।

গাংনীতেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৭ এপ্রিল) বাদ আছর গাংনী উপজেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতের গাংনী উপজেলা শাখার আমীর ডা. মোহাম্মদ রবিউল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা বায়তুল মাল সম্পাদক সামসুল হুদা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি ওয়ায়েস কুরুনি জামিল, পৌর জামায়াতের বায়তুল মাল ও রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমান এবং কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা মো. আলম হুসাইন।

সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিরব। কোথায় মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা? মুসলিম হিসেবে আমাদের লজ্জা লাগে যে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা এখনও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।

তারা আরও বলেন, এখন সময় এসেছে শক্তি সঞ্চয় করে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার। একইসাথে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা।