Sat. Nov 23rd, 2024

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছি বলে দাবী বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলনের

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ প্রতিবেশির পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছি বলে সাংবাদিক সম্মেলনে দাবী করেছেন, দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন। গত ২৪ সেপ্টেম্বর বিকালে বিরল পৌর শহরের মহেশপুর মোড়ে সে সহ তার সংগীয়রা হামলার শিকার হন। এসময় প্রতিপক্ষ উত্তেজিত লোকজন তাদের ব্যবহৃত ৩ টি মোটর সাইকেলের মধ্যে দুইটি মোটর সাইকেল ভাংচুর করে ও একটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে তাদের জিম্মি করে রাখে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে সেনাবাহিনী ও পুলিশ বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে এবং আসামীদের কবল হইতে তাদেরকে উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আসামীদের আঘাতে সংগী রুহুল আমীন এর মাথায় রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। রুহুল আমীন এর মাথায় ৭ টি সেলাই হয়েছে বলে দাবী মিজানুর রহমান মিলনের।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিসিলাল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, বিরল এ প্রতিপক্ষ মাহবুব আলম (৪০)সহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। বিজ্ঞ বিচারক বিরল থানার অফিসার ইনচার্জকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলেন তিনি।
তিনি ন্যায় বিচার ও প্রকৃত ঘটনা সংবাদ মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আহŸান জানিয়ে ঘটনা উল্লেখ করে বলেন, তার প্রতিবেশি ওহাব আলী এর নিকট পার্শ্ববর্তী রবিপুর গ্রামের বাসিন্দা মাহাবুব আলম নন-জুডিসিয়াল স্টাম্পে হ্যান্ড নোটের মাধ্যমে প্রায় দেড় বছর আগে ৬০ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও মাহবুব আলম উক্ত ধারের টাকা পরিশোধ করতে কালক্ষেপন করতে থাকেন। এমতাবস্থায় পাওনাদার ওহাব আলী পাওনা টাকা তুলতে না পেয়ে তাঁর স্মরণাপন্ন হলে মাহাবুব আলম এর সাথে ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হোন এবং টাকা পরিশোধ করতে বলেন। মাহবুব আলম এ বিষয়ে বসে আলোচনার প্রস্তাব দিলে এবং গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বিরল পৌরসভার পূর্বমহেশপুর মোড় নামক এলাকায় যেতে বলেন। মাহবুব আলম এর কথামত গত ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে তার সাথে পাওনাদার আব্দুল ওহাবসহ রুহুল আমীন, বাছেদুর, ফারুক, সোহেল রানা ও রিপনকে সাথে নিয়ে ৩ টি মোটর সাইকেলযোগে পৌরসভাস্থ পূর্বমহেশপুর মোড়ে পৌছা মাত্রই মাহবুব আলম ও তাঁর লোকজন তাদেরকে আটক করে উল্টো ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। মাহবুব আলম ও তাঁর লোকজন অতর্কিতভাবে দা, হাসুয়া, ছোরা, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে অতর্কিত হামলায় তাকেসহ সঙ্গীয় লোক জনকে মারপিট শুরু করে। এতে মিলনসহ ৪ জন গুরুত্বর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। এ সময় মিলনের প্যান্টের দুই পকেটে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে তিনি ৩০ সেপ্টেম্বর ২০২৪ সোমবার দুপুরে উপজেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে পাওনাদার আব্দুল ওহাব, আহত রুহুল আমীন, আহত বাছেদুর, আহত ফারুক, সোহেল রানা ও রিপন উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply