আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে মারামারি ও ছিনতাইয়ের ঘটনায় হাসান রেজার নামের একব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি গদখালী (নবীবনগর) গ্রামের মৃত. তমিজউদ্দীন খা’র ছেলে।
হাসান রেজার দেওয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, গদখালী ও পানিসারা ফুলমোড় এলাকায় নিয়মিতভাবে চলছে দর্শনার্থীদের ইভটিজিং, তাদের কাছ থেকে চাঁদাবাজি, নারী কেলেঙ্কারিসহ নানা ধরনের উচ্ছৃঙ্খল আচরণ দীর্ঘদিন ধরে করে আসছে বিবাদী গদখালী পটুয়াপাড়া গ্রামের আঃ আজিজের ছেলে রানা (১৮), শহিদুল ইসলামের ছেলে আজিম হোসেন (২৫), আমজেদ হোসেনের ছেলে শাওন (২৬), আঃ মুজিদের ছেলে বিপ্লব (২৮)। সম্প্রতি বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদি গদখালী পটুয়াপাড়া তিন রাস্তার মোড়ে ওবায়দুলের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সে সময় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা অভিযুক্তরা তার কাছে ১লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি লাথি, ঘুষি, চড় এবং কাঠের লাঠি দিয়ে মারধর করে। এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয় বলে বাদি দাবী করেছেন। এছাড়াও তিনি তার অভিযোগে আরও উল্লেখ করেছেন সম্প্রতি বৃহস্পতিবার (৩ এপ্রিল) পানিসারা মোড়ের মারামারির ঘটনাতেও তারা জড়িত ছিল। কিছুদিন আগে তারা গদখালী বাজারে আবেদীনের ছেলে জুয়েল (২২) কে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। অভিযুক্ত বিবাদীরা প্রায়ই সংঘবদ্ধ ভাবে পানিসারা ফুলমোড়ে দেশীয় অস্ত্র, দা, কুড়াল ও হকিস্টিক প্রদর্শন করে সাধারণ মানুষ এবং সেখানে আগত পর্যটকদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছেন।
থানার অফিসার ইনর্চাজ মো. বাবলুর রহমান খান জানান, মারামারির বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অতিদ্রুতই তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।