নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার(১ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী প্রদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক।
‘মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন, নলডাঙ্গা উপজেলা পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(এজিএম) আল ইমরান আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ হাসিবুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনূর খাতুন,পরিসংখ্যান কর্মকর্তা রেহেনা খাতুন লিপি প্রমুখ।
                                                         
                                                     
                                                
                                                
                        
                        
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                