মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে জাহাঙ্গিরাবাদ মানব বিকাশ সংস্থার উদ্যোগে শনিবার দুপুরে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরন করা হয়েছে। এ উপলক্ষে সাহাপুর বালিকা বিদ্যালয় হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল কবীর। বিশেষ অতিথি ছিলেন পাচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া। মানব বিকাশ সংস্থার সভাপতি জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মানব বিক্শা সংস্থার ব্যবস্থাপক মোঃ মজিবর রহমান প্রমুখ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) এর অর্থায়নে মানব বিকাশ সংস্থা বিগত ২০০২ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে পাচগাছি এলাকায় বিনামুল্যে স্যানিটেশন সামগ্রী বিতরনের পর ২০০৭ সাল থেকে প্রতি বছর এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। গত ২০২৩-২৪ অর্থ বছরও একই প্রকল্পের আওতায় ৭০ টি পরিবারকে ছাগল, ১১ টি পরিবারকে গরু ও ২৬ টি বাইসাইকেল বিনামুল্যে বিতরন করা হয়।