ঢাকাThursday , 1 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঔষধ, পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবা পেলেন ৬ হাজার মানুষ 

Mahamudul Hasan Babu
May 1, 2025 3:54 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ফ্রী মেডিকেল ক্যাম্প।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে সদর উপজেলার বেগুনবাড়ি ও বালিয়া ইউনিয়নে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে ছুটে আসেন আশেপাশের ইউনিয়ন ও গ্রামের সাধারণ মানুষ। গরম আবহাওয়া উপেক্ষা করে লাইন ধরে সেবা নেন নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুরা।
আয়োজক সূত্রে জানা যায়, প্রথম দিনেই প্রায় ৬ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হয়। প্রতিটি ইউনিটে ছিল চিকিৎসা পরামর্শ, রক্তচাপ ও সুগার পরীক্ষা, ইউরিন ও এক্স-রে সুবিধা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ। স্বেচ্ছাসেবকদের সহায়তায় পরিষ্কার-পরিচ্ছন্নভাবে পুরো কার্যক্রম পরিচালনা করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা বেগুনবাড়ি গ্রামের গৃহিণী বিলকিস বেগম বলেন, “এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পাওয়া গেছে। এক্সরে, রক্ত পরীক্ষা সব করা হয়েছে। আমার ছেলের ওষুধও দিয়েছে। গ্রামের মানুষদের জন্য এটা অনেক বড় সহায়তা।”
বালিয়া ইউনিয়নের কৃষক অনিমেষ রায় বলেন, “আমি সব সময় কাঁধে ব্যথা নিয়ে ভুগছিলাম। আজ এখানে ডাক্তার দেখিয়ে ওষুধও পেয়েছি। যদি এমন ক্যাম্প আরও হতো, তাহলে আমাদের গ্রামের মানুষদের চিকিৎসা নিয়ে চিন্তা কমে যেত।”
ঢাকা থেকে আগত মেডিসিন বিশেষজ্ঞ ডা. তাহসিন আহমেদ বলেন, “এমন আয়োজন খুবই উৎসাহব্যঞ্জক। আমরা শহরের বাইরে এসে সেবা দিতে পেরে গর্বিত। এখানে রোগীদের সাড়া অসাধারণ।”
ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দেলাওয়ার হোসেন বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু শহর নয়, গ্রামগঞ্জের প্রান্তিক মানুষদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই ক্যাম্প তারই একটি বাস্তব উদাহরণ।”
তিনি আরও জানান, দুই দিনের এই ক্যাম্পে ঢাকা থেকে আগত ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন হৃদরোগ, ডায়াবেটিস, চর্ম, শিশু, প্রসূতি, হাড়-জোড়সহ নানা বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা।
ক্যাম্পের দ্বিতীয় দিন অর্থাৎ ২ মে (শুক্রবার) শহরের সালান্দর মাদরাসা মাঠে দিনব্যাপী আরও বড় পরিসরে এই চিকিৎসা সেবা কার্যক্রম চলবে। আয়োজকরা জানান, সেখানে আরও প্রায় ৮-১০ হাজার মানুষের সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।